Monday, February 3, 2025
৫ফোড়ন

অজয়ের প্রশংসায় প্রিয়ামণি

বলিউডের একজন ভিন্নধারার অভিনেতা তিনি। অ্যাকশন, কমেডি থেকে জটিল মানবচরিত্র–অজয় দেবগণের অভিনয় বরাবর বিচিত্রগামী। বলিউড তাঁর ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছে ইতিমধ্যেই। এছাড়াও তাঁর সঙ্গে কাজ করা সর্বভারতীয় ও দক্ষিণী তারকারা অজয়ের দুরন্ত অভিনয়গুণের ভক্ত। সিংহম-এ তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল–যথেষ্ট প্রশংসা করেন তিনি অজয়ের। এবার আর এক দক্ষিণী নায়িকা, দ্য ফ্যামিলি ম্যান সিরিজ খ্যাত প্রিয়ামণি! অজয়ের সঙ্গে ‘ময়দান’-এ অভিনয় প্রসঙ্গে একেবারে উচ্ছ্বসিত তিনি। একটি নিউজ পোর্টাল কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,”চোখদুটো দেখেছেন অজয়ের ? কী অসম্ভব গভীর ও তীব্র দৃষ্টি !” মাত্র ১০/১২ দিন অভিনয় করেই অজয়ের প্রবল গুণমুগ্ধ এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। বলেছেন, “অনেক কিছু শিখলাম অজয়ের কাছে। একজন অত্যন্ত নিখুঁত ও শক্তিশালী অভিনেতা তিনি।”