Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

অভিনব কর্মশালা, সাইবার ক্রাইমের শিকার পুরুষ

যে কোনও অপরাধের ক্ষেত্রেই শিকার হন সমাজের সর্বস্তরের মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে। যদিও, আর সব অন্যায়, নির্যাতনের মতোই সাইবার ক্রাইমের ক্ষেত্রেও পুরুষের কথা আমরা তুলনায় কম বলি। অথচ, এক্ষেত্রেও পুরুষরা সমানভাবে মারাত্মক অপরাধের শিকার হন। তাঁদের অনেকেরই জীবন চরম বিপর্যস্ত হয়ে পড়ে। সম্ভবত, ভারতবর্ষে এই প্রথম শুধু পুরুষদের কথা ভেবে গুরুত্বপূর্ণ এক কর্মশালার আয়োজন করা হয়েছে। সাইবার ক্রাইমের শিকার হয়ে বিপর্যস্ত পুরুষ কি করবেন/কোথায় যাবেন, তার আইনি পদক্ষেপই বা কী হবে–এই সংক্রান্ত বিষয় নিয়েই আগামী ১০ই সেপ্টেম্বর (দুপুর ২টো থেকে বিকেল ৫টা) Zephyr-এ আয়োজিত এই কর্মশালার উদ্যোগ নিয়েছে অল বেঙ্গলস মেন ফোরাম। 

বক্তব্য রাখবেন সৌম্যজিৎ রাহা (Special PP of Homicide CID West Bengal)। এছাড়াও সারা রাজ্য থেকে যোগ দেবেন বিশিষ্ট মানুষজন। থাকবেন অল বেঙ্গলস মেন ফোরামের সদস্যবৃন্দ। থাকবেন নন্দিনী ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন পুরুষের অধিকার, তাঁদের প্রতি অবিচার ও অত্যাচারের বিষয়ে নানা মাধ্যমে সচেতনতা গড়ে তোলার কাজটি করে চলেছেন আন্তরিক নিষ্ঠায়। কর্মশালায় থাকবেন বহু মহিলাও–যাঁদের বাবা, স্বামী, ভাই, প্রেমিকরা সাইবার ক্রাইমের ঘৃণ্য শিকার। এমন একটি সময়োপযোগী প্রয়াসের জন্য নিঃসন্দেহে কুর্নিশ পাবে অল বেঙ্গলস মেন ফোরাম।