Monday, February 3, 2025
৫ফোড়ন

অশালীন বিবেক

রেকর্ড পরিমাণ ব্যবসা করে কোটির ঘর পার করেছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। নেটিজেনদের কাছে প্রায় মসীহা তিনি এখন। কাশ্মিরী পন্ডিতদের প্রতি যে নিপীড়ন, অত্যাচার হয়েছে, তা এখন লোকের মুখে মুখে। অথচ, এহেন ‘শ্রদ্ধেয়’ একজন পরিচালকের বিরুদ্ধেই ২০১৮ সালে নিগ্রহের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ঘটনাটি ২০০৫ সালের। বিবেক পরিচালিত ‘চকোলেট ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শুটিং চলছে। সেখানে তনুশ্রী ছাড়াও আছেন প্রয়াত ইরফান খান। কাজটা ছিল, ইরফানের কিছু অভিব্যক্তি ক্লোজ-আপে নেবেন পরিচালক। ফ্রেমে ইরফান একাই আছেন। তনুশ্রী ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলেন। সেই সময়েই নাকি হঠাৎ বিবেক তনুশ্রীকে বলে ওঠেন, কাপড় খুলে নাচো, ইরফানকে ক্লু দাও। হতভম্ব তনুশ্রী। এরপর ইরফানই এগিয়ে এসে প্রতিবাদ করে বলেন, এসব কি বলছো ? আমি জানি কীভাবে এক্সপ্রেশন দিতে হয় ! সেটে উপস্থিত সুনীল শেট্টিও বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, আমি দেব নাকি ক্লু ?!