Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আজ আড্ডায় একা মীনাক্ষী

গত সপ্তাহে ননস্টপ আড্ডা জমে উঠেছিল  ভাণ নাট্যগোষ্ঠীর দুই গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক, লেখক ও গবেষক ডঃ গৌরাঙ্গ  দণ্ডপাট এবং কবি ও অধ্যাপক ডঃ দেবহূতি সরকারের উপস্থিতিতে। নাটকের সঙ্গে তাঁদের সাহিত্য পত্রিকার কথাও ছিল আলোচনায়। উঠে এলো সমসাময়িক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে নানা কথা। আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডা জমবে কথা ও কবিতায়। থাকবেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী মীনাক্ষী ঘোষ। তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতায় শুনবো মীনাক্ষীর বর্ণময় যাপন-কথা! প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।