Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় কবি ও মুসাফির

বৈচিত্র্যে ভরপুর কাজী নজরুল ইসলামের গানের ভান্ডার। কত রকম সুরের ধারা এসে যে মিশেছে, গানের মুসাফির নজরুলের সৃজন সঞ্চরণে ! গানের মতোই বিচিত্রগামী তিনি তাঁর কবিতার ভুবনেও। দেশপ্রেম থেকে ঈশ্বরপ্রেম–এই বিস্তৃত ক্যানভাসে তিনি এঁকেছেন কত না ছবি। মানবিক প্রেমের আকুতি থেকে প্রকৃতির বিশ্বজনীন রূপ–দুহাত ভরে দিয়ে গেছেন তিনি। তিনি ছিলেন মনেপ্রাণে একজন বাঁধনছেঁড়া মানুষ। তাঁর কবিতা,গান ও গল্পে সেই পথিক মানুষটি ঘুরেফিরে দেখা দেন। হারিয়ে যাওয়ার ডাক নজরুলের বাঁশির সুরে শোনা গেছে তাঁর কৈশোরকালেই। তিনি যেন হৃদয়ে বহন করেছেন এক চিরন্তন মুসাফিরকে। আজ সন্ধ্যায় ননস্টপ বিনোদন চ্যানেলের ননস্টপ আড্ডায় সেই পরম পথিকেরই অন্বেষণ, কথা, আবৃত্তি ও গানে। উপস্থিত থাকছেন সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়, বাচিক ও নৃত্যশিল্পী ডঃ নূপুর বসু,  সঙ্গীতশিল্পী হেমশ্রী পাল ও অর্কপ্রিয়া চ্যাটার্জি। সঞ্চালনা অজন্তা সিনহা।