আজ সন্ধ্যায় ‘দীপালিকায় জ্বালাও আলো…’
গত ১৪ অক্টোবর ননস্টপ আড্ডায় ছিল বিজয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিকশিল্পী ও নৃত্য গবেষক নূপুর বসু। কথা-আবৃত্তি-গানে, চিরন্তন বাঙালি মেজাজে জমে ওঠে আড্ডা। আজ সন্ধ্যার বিশেষ নিবেদন ‘দীপালিকায় জ্বালাও আলো…’। অতিথিরা হলেন–অঙ্কনশিল্পী মৌমিতা ঘোষ, বাচিকশিল্পী স্বাগতা পাল ও কাকলি রক্ষিত, সঙ্গীতশিল্পী আত্রেয়ী ঘোষ এবং অধ্যাপক শ্রীরূপা গঙ্গোপাধ্যায়। দীপাবলি হলো আলোর উৎসব। সেই উৎসবের সার্থকতা নিয়েই কথা-গান-আড্ডায় জমে উঠবে এই সন্ধ্যা। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। আগামী ২৮ অক্টোবরের অতিথিরা হলেন সঙ্গীতশিল্পী বিধুরা ধর ও বাচিকশিল্পী বিপাশা মজুমদার ব্যানার্জি। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।