Monday, February 3, 2025
৫ফোড়ন

আবার বিগ বি’র মূর্তি

সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে বিগ বি’র ভক্তকুল। সেই ভক্তবৃন্দের রকমারি কান্ডকারখানা এর আগেও সংবাদ শিরোনামে এসেছে। এবারে আরও একবার অমিতাভ বচ্চনের মূর্তি প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন এক প্রবাসী ভারতীয় দম্পতি। এই মূর্তি রয়েছে তাঁদের বাড়ির সামনে বিশাল এক কাঁচের বাক্সে। সম্প্রতি মহা ধুমধাম করে বাড়িতে বিগ বি’র মূর্তি বসালেন তাঁরা। এই পুরো কাণ্ডটির জন্য এই দম্পতি খরচ করেছেন ৬০ লক্ষ টাকা। বলা বাহুল্য, সেই মূর্তির ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই সকলের চক্ষু চড়কগাছ। নিউ জার্সির এডিসন শহরের অধিবাসী রিঙ্কু শেঠ ও গোপী শেঠের কথায়, তাঁদের জীবনের প্রতিটি ওঠাপড়ার সঙ্গে বলিউড শাহেনশা জড়িয়ে আছেন। অমিতাভ বচ্চন তাঁদের কাছে দেবতাসম। তাই এই উদ্যোগ।