আরও প্রসারিত যীশুর আকাশ
খলনায়ক হলেই বা কী, যে সে নন, তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। বলিউডে যীশু সেনগুপ্ত এখন অতি চেনা নাম। এরই পাশাপাশি তেলুগু ছবি ‘পুষ্পা দ্যা রুল’-এ যে তিনি অভিনয় করতে চলেছেন, সেটি নিঃসন্দেহে যীশুর কেরিয়ারে সাফল্যের নতুন রঙ যোগ করেছে। প্রসঙ্গত, পুষ্পা-১ অর্থাৎ ‘পুষ্পা দ্যা রাইজ’-এই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন যীশু। কিন্তু অতিমারী পরিস্থিতির কারণে সেই সময় প্রস্তাবে সাড়া দিতে পারেননি যীশু। অধরাই থেকে গেছে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্ন। ফলত, পুষ্পা-২ অর্থাৎ ‘পুষ্পা দ্যা রুল’-এ যীশু অভিনয় করতে চলেছেন জেনে তাঁর ভক্তকুল দারুন খুশি। শুরুতে যীশুর কেরিয়ার জমে উঠতে কিছুটা দেরি হয়। কারণ যাই হোক, নিজের প্রতিভার প্রতি আস্থা রেখেছিলেন তিনি। আজ টলিউড, বলিউড ছাড়িয়ে তাঁর গ্রহণযোগ্যতা দক্ষিণেও পৌঁছে গেছে। এর থেকে ভালো আর কী হতে পারে !