একত্রে দশ শিল্পী
এক ছাদের তলায় এত শিল্পী! এত বিচিত্র শিল্পকর্ম! কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবেন! এক একরকম ছবি যেন এক একরকম আবেদন নিয়ে হাজির। অকুস্থল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারি। প্রদর্শনী শুরু হয়েছে গত ২৫ মে, চলবে ৩১ মে পর্যন্ত। সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা। ১৯৮৭ সালে গড়ে উঠেছে চিত্রী ও ভাস্কর গোষ্ঠী। কত প্রবীণ ও নবীন শিল্পীর সমন্বয় ঘটেছে সেখানে। কলকাতার গন্ডি ছাপিয়ে দেশের নানাপ্রান্তে হয়েছে তাঁদের অঙ্কন ও ভাস্কর্যের প্রদর্শনী। সমাদর পেয়েছে সমঝদার দর্শকের। এবারে উপস্থিত আট চিত্রকর ও দুই ভাস্কর। দশ শিল্পীর সেরা কাজের নমুনা পাওয়া যাবে একটি গ্যালারিতেই। শিল্পীরা হলেন অশোক কুমার বিশ্বাস, পৃথ্বীশ সেন, জিতেন্দ্রনাথ রায়, অর্জুন মুখোপাধ্যায়, রীতা রায়, পুলক কর্মকার, অভিনন্দন বড়ুয়া, কল্যাণ চৌধুরি, রত্না বোস, দিলীপ পাল। উপস্থিত থাকবেন শিল্পীরাও। তাঁদের কাছ থেকে আপন শিল্পকর্ম জেনে ও বুঝে নেওয়ার মধ্য দিয়ে দর্শকরা নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাবেন।