Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

এক সাধারণ মেয়ের অসাধারণ গল্প ‘মুকুট’

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। জি বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিক ‘মুকুট’। তারই ঘোষণা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনের অভিজ্ঞতা জানিয়েছেন অজন্তা চৌধুরী।

গ্রাম বাংলার এক সাধারণ ঘরের অসাধারণ মেয়ে মুকুট। মাতৃহারা এই মেয়ের একমাত্র আশ্রয় বাবা  পরেশ কর্মকার, যিনি আপন মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলেন প্রতিমা। প্রতিমাশিল্পী পরেশ চিরাচরিত নিয়ম মেনে মাতৃমূর্তি গড়েন, সেখানে অসুর নিধনের জন্য মায়ের হাতে থাকে বিভিন্ন অস্ত্র। কিন্তু মুকুট বিষয়টিকে একটু অন্যরকম ভাবে দেখে। তার মতে, মা তো শুধু অসুরদলনীই নন, তিনি তো ভালোবাসারও প্রতিমূর্তি। তাই দেবীসজ্জায় সে মায়ের হাতে তুলে দেয় ফুল। মুকুট মনে করে, মায়ের ভালোবাসা দিয়েও তো সমাজের আবিলতা-মলিনতা দূর করা যায়–প্রতিবাদ বা প্রতিরোধই একমাত্র পথ নয়। তার বাবা তাকে সমাজের অন্ধকার দিকগুলি সম্পর্কে সচেতন করেন। মুকুট এমনিতে শান্ত, নম্র ও মধুর স্বভাবের। কিন্তু মনে করলেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে।

ছোটপর্দার দর্শক দরবারে এহেন ‘মুকুট’-কে নিয়ে আসছে জি বাংলা। আগামী ২৭ মার্চ জি বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিক ‘মুকুট’। পরিচালনা ছোটপর্দার সফল  পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। নিজের লেখা গল্পে এই মেগা পরিচালনা করেছেন তিনি। গত ২০ মার্চ ভিভান্তা হোটেলে ধারাবাহিকের ঘোষনা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক স্নেহাশিস চক্রবর্তী, জি বাংলার চিফ চ্যানেল অফিসার নবনীতা  চক্রবর্তী, চিফ ব্লাস্টার অফিসার (ইস্ট) সম্রাট ঘোষ,  মুকুটের ভূমিকাভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া ও মেগার আর এক মুখ্য অভিনেতা অর্ঘ্য মিত্র প্রমুখ।

Img 9099 01
এক সাধারণ মেয়ের অসাধারণ গল্প 'মুকুট' 7

ধারাবাহিকের গল্প প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তী জানালেন,  “মুকুটের জীবনের নানা টানাপোড়েন, ওঠাপড়া, প্রেম ইত্যাদি নিয়ে ধারাবাহিকটি আবর্তিত হলেও পারিপার্শ্বিক চরিত্রগুলিও কম গুরুত্বপূর্ণ নয়।” তাঁর কথার সূত্রেই আমরা জানতে পারি, পরবর্তীকালে মুকুটের বিয়ে হয় পেশায় আইনজীবী রায়ানের (অর্ঘ্য মিত্র) সঙ্গে, নারীপাচার রোধ এবং ন্যায়বিচার পাইয়ে দিতে যে বদ্ধপরিকর। সেই রায়ানের পরিবারেরই এক সদস্যের অন্যায় ও অসামাজিক কাজকর্ম বিচলিত করে তোলে মুকুটকে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মুকুট কী সিদ্ধান্ত নেবে? প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াবে কী সে? হাতে তুলে নেবে অস্ত্র ? জানতে হলে প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে চোখ রাখুন জি বাংলার পর্দায়।

এদিন মুকুটের চরিত্রাভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া বললেন, অন্যান্য ধারাবাহিকে লিড রোলে অভিনয় করলেও এই চরিত্রটি কোথাও যেন বেশ অন্যরকম। কাজ করতে খুব ভালো লাগছে। অর্ঘের কথায়, লিড রোলে এই প্রথম অভিনয় করছি। তাই ভালো লাগার পাশাপাশি নার্ভাসও লাগছে। ‘মুকুট’-এর অন্যান্য চরিত্রে অভিনয়  করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, আনন্দ ঘোষ, ইন্দ্রাক্ষী, গৌরব প্রমুখ। প্রযোজনা ব্লুজ প্রোডাকশন এবং স্নেহাশিস চক্রবর্তী।