ঐশ্বর্যময় অভিষেক
অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে নাকি তাঁর অসুবিধা হয়। এই কারণে, প্রায়ই বেশ ঝামেলাতেও পড়েন তিনি। আর সেই ঝামেলা থেকে কে আর উদ্ধার করবেন তাঁকে–রূপসী, স্মার্ট ঐশ্বর্য রাই বচ্চন ছাড়া। ঠিকই ধরেছেন, জুনিয়র বচ্চনের কথাই বলছি। অভিষেক নিজেই এ কথা স্বীকার করে জানিয়েছেন, কোনও কাজে বা বেড়াতে বাইরে গেলে, হোটেলের ঘর থেকে খাবারের অর্ডার ঐশ্বর্যই দেন। ছবির প্রমোশনাল ইভেন্টেও একই কারণে সমস্যায় পড়েন অভিষেক। হোটেলের ঘর থেকে লবিতে পা দেওয়া মাত্রই অস্বস্তি শুরু হয় তাঁর। এক্ষেত্রে ঐশ্বর্য সেখানে উপস্থিত না থাকলে ইউনিটের কেউ সঙ্গে থেকে পথ দেখিয়ে দেয় অভিষেককে। সচরাচর তাঁকে ঐশ্বর্যহীন দেখা যায় না কী সেই কারণেই ?!