Monday, February 3, 2025
৫ফোড়ন

ওয়েলকাম ব্যাক করিশ্মা

কাপুর খানদানের কড়া নিয়মের বাইরে গিয়ে একদা সিনেমার আঙ্গিনায় পা রাখেন তিনি। মা ববিতা কাপুর ছাড়া পরিবারের আর কেউ সেই সময় তেমন ছিলেন না পাশে। যদিও, কাপুর পরিবারে তাঁর প্রজন্মের সকল ছেলেমেয়ের মধ্যে করিশ্মা কাপুরই সর্বাধিক সফল। আজ অবশ্য পরিবারও সেটা মেনে নিয়েছে। একদিকে যেমন একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি, তেমনই শ্যাম বেনেগলের ‘জুবেইদা’-র মতো ছবিতে রেখা ও মনোজ বাজপেয়ীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে করিশ্মা বুঝিয়ে দিয়েছেন, তিনি কাপুর খানদানের যোগ্য উত্তরসূরী। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে ২০১২ সালে, ‘ডেনজারাস ইশক’ ছবিতে। মাঝে ১১ বছর সিনেমা থেকে স্বেচ্ছা নির্বাসন। করিশ্মার ভক্তরা জেনে খুশি হবেন, এত বছর পর আবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁকে শিগগিরই দেখা যাবে হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’ ছবিতে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।