Monday, February 3, 2025
৫ফোড়ন

কপিলের শো-এর অপেক্ষায়

ওয়ার্ল্ড ট্যুর সেরে ঘরে ফিরে কবে তিনি টিভিতে নিজের শো শুরু করবেন, তাই নিয়ে বাজার বেশ গরম। ঠিকই ধরেছেন সোনি টিভির হিট ‘দ্য কপিল শর্মা শো’-এর কথাই বলছি। এক্ষেত্রে ভক্তদের ধন্দের যথেষ্ট কারণ রয়েছে। একদিকে শোনা যাচ্ছে, কপিল শর্মা ফিরলেই শো শুরু হবে। বেশ কয়েকজন নতুন মুখের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মোস্ট পপুলার সিটকমে। পুরোনোরাও কেউ কেউ ফিরতে পারেন। আবার এও শোনা যাচ্ছে, কপিল ওটিটি-তে নতুন কিছু নিয়ে আসতে চলেছেন। এমনিতে ওঁর এই চলতি শো-টিও চ্যানেলের অ্যাপে দেখা যায়। কিন্তু পুরোনো নয়, একেবারে ব্র্যান্ড নিউ এবং ধামাকাদার কিছু নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চাইছেন কপিল। অবশ্যই সেটাও কমেডি নির্ভরই হবে। কপিল ভালো লিখতে পারেন, যেটা ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিশেষ সুবিধার জায়গা। সব মিলিয়ে আগ্রহের মৌতাত ভালোই জমেছে। আপাতত ঘোষনার অপেক্ষা।