Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

কসবা অর্ঘ্যর নাটক ইচ্ছেবাড়িতে

অতিমারীর কারণে ডিজিটাল মাধ্যম। কিন্তু তাতে কী আর মন ভরে সংস্কৃতিপ্রেমী মানুষের ? বিশেষত মঞ্চনাটক দেখার অপেক্ষায় একেবারে টানটান হয়ে থাকেন তাঁরা। তাঁদের ইচ্ছেপূরণে এমনই এক আয়োজন করেছে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সাংস্কৃতিক পীঠস্থান ইচ্ছেবাড়ি। প্রখ্যাত নাট্যদল কলকাতার কসবা অর্ঘ্য’র নিবেদনে একদিনে পরপর দু’দুটি নাটক মঞ্চস্থ হচ্ছে ইচ্ছেবাড়িতে আগামিকাল সন্ধ্যা ৬টায়। শিরোনাম ‘আধ্যাস’ এবং ‘নারী ও নাগিনী’।