Monday, February 3, 2025
৫ফোড়ন

কার্মার কর্ম

প্রতিষ্ঠান বিরোধী কথা বলাই ধর্ম তাঁর। কর্মও বটে ! কুণাল কার্মা–যাঁর স্যাটায়ার মানেই নতুন ভাবনার খোরাক এবং বেশিরভাগ সময়েই সেই খোরাকের অগ্রভাগে থাকে সামাজিক ও রাজনৈতিক বৈষম্য ও অসামঞ্জস্যগুলি নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ ! এহেন কুণাল যখন মুক্তির এতদিন পর কাশ্মীর ফাইলস নিয়ে বলতে শুরু করেন, লোকজন তো নড়েচড়ে বসবেই। সম্প্রতি এমনটাই ঘটেছে। একেবারে শিশুর সারল্যে কুণাল যখন তাঁর দর্শকদের প্রশ্ন করেন, আপনারা কে কে এখনও ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেননি ? যাঁরা দেখেননি বেরিয়ে যান। আমি প্রধানমন্ত্রীকে বলবো, ভ্যাকসিন সার্টিফিকেটের মতো এই ছবি সংক্রান্ত  সার্টিফিকেটও প্রচলন করাও জরুরি ! এই সার্টিফিকেট না থাকলে সিনেমাহলে ঢুকতে পারবে না লোকজন। এরপর শ্রোতা-দর্শক মহলে কী ঘটলো, সে কথা আর জানতে চাইবেন না। কুণালকে যাঁরা জানেন, তাঁরা বুঝবেন পুরোটাই। যাঁরা জানেন না, তাঁরা ওঁর শো দেখে বুঝে নিন !!