Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

কাল থেকেই উইকএন্ড ডান্স ধামাকা জি বাংলায়

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। আগামিকাল থেকেই শুরু হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স–নাচবে গোটা বাংলা’। লিখেছেন রামিজ আলি আহমেদ

গত এগারোটি সিজনের চূড়ান্ত সাফল্যের পর, এবার আসছে জি বাংলার হিট রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১২। চ্যানেল-প্রোমোর সৌজন্যে সুখবরটি আগেই পেয়েছেন বাংলার ছোটপর্দার দর্শক তথা নৃত্যপ্রেমীরা। গত বছর নভেম্বর মাস থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলেছে অডিশন। সব থেকে বড় চমক হলো, এই সিজনেই ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সঙ্গে বিচারক আসনে তিন তিনজন নায়িকা! এছাড়াও আরও একগুচ্ছ নতুন চমক নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’। বলা বাহুল্য, নাচের এই রিয়ালিটি শো-কে ঘিরে প্রতি সিজনের মতোই দর্শকদের কৌতূহল ও উৎসাহ জেগে উঠেছে এবারও।

Img 20230131 Wa0083
কাল থেকেই উইকএন্ড ডান্স ধামাকা জি বাংলায় 7

টেলিভিশন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। সেখানেই ফের একবার মহাগুরুর আসনে দেখা যাবে ‘ডিসকো কিং’কে। দশ বছর পর ফিরছেন সেই পুরনো মঞ্চে, নিজের জায়গায়। সদ্য দেবের সঙ্গে অত্যন্ত সফল ছবি ‘প্রজাপতি’-তে দেখা গিয়েছে অভিনেতাকে। তাঁর ডিস্কো ডান্সার থেকে জিমি জিমি-তে বছরের পর বছর বুঁদ হয়ে আছেন দর্শক। হয়েছেন ‘ডিসকো কিং’। আর এই সবকিছু তিনি অর্জন করেছেন নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের দ্বারা। ‘ডিসকো কিং’-কে দশ বছর পর নিজের পুরোনো আসনে পেয়ে দর্শকও অতি আপ্লুত হবে, বোঝাই যাচ্ছে। ৭১-এ পৌঁছেও স্বমহিমায় কলকাতা-মুম্বইয়ের এই সুপারস্টার।

‘ডান্স বাংলা ডান্স’-এর এবারের ট্যাগলাইন ‘নাচবে গোটা বাংলা’। বিচারক আসনে বসছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দুই টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় । গত বছরের দারুণ সাফল্যের পর সঞ্চালকের দায়িত্ব এবারেও পালন করবেন টলিউড স্টার অঙ্কুশ হাজরা। এবারও ডান্স রিয়ালিটি শো পরিচালনা করবেন অভিজিৎ সেন। আশা করা যায়, অন্যান্য সিজনের মতো এবারও বাংলার সেরার সেরা নৃত্যশিল্পীরা সুযোগ পাবেন তাঁদের নৃত্যপ্রতিভা সকলের সামনে তুলে ধরার।

‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১২। যেন সেই অনুষঙ্গেই ১২ জন প্রাপ্তবয়স্কের পাশাপাশি ১২ জন ক্ষুদে অংশগ্রহণ করছেন। অর্থাৎ, মোট ২৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হবে এবারের সিজন। চার বছরের ঊর্ধ্বে ডুয়েট, সোলো ও গ্রুপে অংশগ্রহণের জন্য প্রতিযোগীরা অডিশন দিয়েছিলেন। সেখান থেকে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে সেরাদের। এবারে ভারতীয় ধ্রুপদী থেকে বলিউড নাম্বার, কিংবা হিপহপের মতো বিভিন্ন ঘরানার নাচের মাধ্যমে হবে হাড্ডাহাড্ডি লড়াই।

বিচারকরা প্রতিটি পারফরম্যান্সের জন্য ১০-এর মধ্যে নম্বর দেবেন। জুনিয়র এবং সিনিয়র বিভাগ থেকে একজন করে বিজয়ী হবেন এবং উভয় বিভাগের বিজয়ীদের মধ্যে প্রতিযোগিতা হবে, যেখান থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন নির্বাচিত হবে। আগের মতো এই সিজনেও মহাগুরুর সঙ্গে খাটিয়া কুমারের (ভূত) মজার ঝগড়া উপভোগ করবেন সকলে। প্রতি পর্বে ৩ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক প্রতিযোগী পারফর্ম করবেন। প্রসঙ্গত, গত বছর মে মাসে অনুষ্ঠিত হয়েছিল  ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১১। দীর্ঘ ৭ মাস পর গত ডিসেম্বরে হয় গ্র্যান্ড ফিনালে। আগের সিজনের বিজয়ীর শিরোপা উঠেছিল অর্ণব চক্রবর্তী ও সুকন্যার মাথায়। রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থানে ছিল গ্যাং স্ট্রিট মাফিয়া। দ্বিতীয় রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানাধিকারী, ‘ওয়ান্ডার কিড’ ঋষিতা। চতুর্থ স্থানে ছিলেন সৌভিক ও মেঘা।

গত বছর বিচারকের আসনে ছিলেন বলিউড সুপারস্টার গোবিন্দা, টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সুপারস্টার জিৎ। সেই সঙ্গে গুরুর আসনে ছিলেন বাংলার চার অভিনেতা তথা নৃত্যশিল্পী ওম সাহানী, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। শোয়ের সঞ্চালনা করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। ‘ডান্স বাংলা ডান্স–নাচবে গোটা বাংলা’ শুরু হচ্ছে আগামিকাল। দেখবেন প্রতি শনি-রবি রাত ৯.৩০ মিনিটে।