কিংবদন্তি স্মরণে
গত ২৫ মার্চ ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের ‘ননস্টপ আড্ডা’-য় যাপিত হলো কিংবদন্তি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠান। শুরুতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র অমিত বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ স্মৃতিচারণ–পুরো অনুষ্ঠান জুড়েই যা বিভিন্ন প্রসঙ্গে ব্যাপ্ত ও গভীরতর রূপ পায়। একজন অত্যন্ত গুণী ও প্রতিভাবান স্রষ্টা শুধু নন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন দার্শনিক। বাবা হিসেবে, গুরু হিসেবে তিনি হয়ে উঠেছিলেন অমিতের প্রকৃত বন্ধু ও পথপ্রদর্শক। অমিতের চোখ দিয়েই আমরাও উপলব্ধি করি প্রয়াত পরম শ্রদ্ধেয় সেই সৃজনশীল মানুষটিকে। তাঁকে ঘিরে পল্লবিত সময়ের একটা অনুপম ছবি ফুটে ওঠে অমিতের আলোচনায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বেশ কয়েকটি গান সংকলিত হয় এই সন্ধ্যার আয়োজনে। বেসিক বাংলা ও ছবির গান–দুইই ছিল এই সন্ধ্যার শিল্পীদের চয়নে। সংগীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও গবেষক নন্দিতা, দীপান্বিতা চৌধুরী ও পর্ণাভ বন্দোপাধ্যায়। সঞ্চালনায় অজন্তা সিনহা।