Monday, February 3, 2025
৫ফোড়ন

কুথরাপল্লীর মন্তব্যে আইনি নোটিশ পেল নেটফ্লিক্স

সুপারহিট সিটকমে মাধুরী দীক্ষিত সম্পর্কে কুরুচিকর মন্তব্য ! ফলস্বরূপ আইনি নোটিশ পেল নেটফ্লিক্স।  সংবাদ মাধ্যমের দৌলতে এই তথ্যটি এখন সকলেরই জানা। বিতর্ক দানা বেঁধেছে নেটফ্লিক্স-এর বিশ্বব্যাপী জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’র দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডকে ঘিরে। এখানে আমরা দেখি বলিউড সিনেমা প্রসঙ্গে আলোচনা হচ্ছে, শোয়ের দুই চরিত্র রাজ কুথরাপল্লী ও শেলডন কুপারের মধ্যে। প্রসঙ্গত, রাজ হলো এই শোয়ের মুখ্য চরিত্রগুলির মধ্যে একমাত্র ভারতীয়। যেটা ঘটে, বলিউডের দুই তারকা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের মধ্যে তুলনা টেনে, মাধুরীকে ‘কুৎসিত পতিতা’ বলে অভিহিত করে রাজ কুথরাপল্লী। সংবাদ মাধ্যম তো বটেই, সারা দেশ জুড়ে (পড়ুন সোস্যাল মিডিয়ায়) ওঠে তুমুল বিতর্ক ও প্রতিবাদের ঝড়। ইতিমধ্যেই নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। খবরে সেভাবে প্রকাশ না পেলেও, তিনিই সম্ভবত বিষয়টিকে প্রথম আম জনতার দৃষ্টিগোচরে আনেন আইনি প্রতিবাদের মাধ্যমে।

Image 9 Edited
কুথরাপল্লীর মন্তব্যে আইনি নোটিশ পেল নেটফ্লিক্স 4

ঝোড়ো হাওয়া লাগে সংসদের অন্দরেও। প্রখ্যাত অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন এই মন্তব্য প্রসঙ্গে কড়া ভাষায় বলেন, ‘এই ভদ্রলোকের ( রাজ কুথরাপল্লী চরিত্রের অভিনেতা কুণাল নায়ার) মাথার ঠিক আছে? এত খারাপ ভাষা ! তাঁকে তো মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত। ওঁর পরিবারকে জিজ্ঞেস করা উচিত যে মন্তব্য সম্পর্কে তাঁদের কী মতামত’ !! এখানে একটা কথা বলা প্রয়োজন, কথাটি কুণাল নায়ারের নিজের নয়, শোয়ের লেখকের। অবশ্যই পরিচালকের এতে সম্মতি আছে। সর্বোপরি একজন ভারতীয় হিসেবে কুণাল কথাগুলি উচ্চারণের ক্ষেত্রে অস্বীকৃত হতেই পারতেন। তবে, তিনি তো নিছক জন্মসূত্রেই ভারতীয়। বাকি, এ দেশের সঙ্গে তাঁর আর সম্পর্ক কী ? সম্পর্ক নেই বলেই হয়তো টান-আবেগ-শ্রদ্ধাও নেই। তাই বলে বোধ-চেতনা বিষয়গুলিও কী বিসর্জিত ? প্রসঙ্গত, এই বিতর্কে মুখ খুলেছেন বলিউডের অনেকেই। অভিনেত্রী দিয়া মির্জা মন্তব্যটিকে ‘অপমানজনক ও কুরুচিকর’ বলেছেন। ঊর্মিলা মাতন্ডকর জানান, ‘গোটা পর্ব সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। কিন্তু যদি বিষয়টা সত্যি হয়, তাহলে এটা ক্ষমার অযোগ্য। এটা ওঁদের চূড়ান্ত নিম্ন মানসিকতার প্রমাণ দেয়। ওঁদের কী মনে হয়, এটা আদৌ রসাত্মক’ ?

Image 10
কুথরাপল্লীর মন্তব্যে আইনি নোটিশ পেল নেটফ্লিক্স 5

প্রসঙ্গত, মিঠুন বিজয় কুমার তাঁর বিবৃতিতে জানিয়েছেন, নেটফ্লিক্সের মতো সংস্থাগুলিকে তাদের ক্রিয়াকলাপের জন্য দায়বদ্ধ রাখা একান্ত জরুরি। এরই পাশাপাশি তারা যে সম্প্রদায়গুলিকে লক্ষ্যে রেখে অনুষ্ঠান পরিবেশন করে, তাদের সাংস্কৃতিক মূল্যবোধ ও অনুভূতির প্রতি এই সংস্থা সংবেদনশীল কিনা, সেটা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রিমিং পরিষেবা প্রদানের ক্ষেত্রে, তাদের প্ল্যাটফর্মে যে কনটেন্ট অফার করে, তা যথেষ্ট সাবধানতার সঙ্গে উপস্থাপন করার দায়িত্ব নিতে হবে এই সংস্থাগুলিকে। বিষয়বস্তুর মধ্যে কোনও মানুষ বা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর, আপত্তিকর বা মানহানিকর কিছু না থাকে, সেটা নিশ্চিত করা তাদের অবশ্য কর্তব্য। কুথরাপল্লী কথিত সংলাপ সমন্বিত দৃশ্যটির উল্লেখ করে মিঠুন বিজয় কুমার নেটফ্লিক্সের বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, যদি তারা এর উত্তর না দেয় বা নোটিসে উল্লিখিত দাবিগুলি না মানে। প্রশ্ন একটাই, ‘দ্য বিগ ব্যাং থিওরি’র দ্বিতীয় সিজনের এই পর্বটি তো বহু আগেই স্ট্রিমিং হয়। এতদিন পর টনক নড়ল ভারতবাসী থুড়ি মিঠুন বিজয় কুমারের ?!