Monday, February 3, 2025
৫ফোড়ন

কৃতিরও দীপিকাই পছন্দ

সমকালীন পুরুষ অভিনেতারাই শুধু তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে দিওয়ানা, এমনটা ভাববেন না। মহিলারাও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে ইচ্ছুক। ঠিকই ধরেছেন। সমকামিতা যদি বিষয় হয়, সেখানে অভিনয়ের প্রস্তাব পেলে কৃতি স্যানন তাঁর বিপরীতে দীপিকাকেই চাইবেন। সম্প্রতি একেবারে দ্বিধাহীনভাবে কৃতি একথা জানিয়েছেন। স্বামী রণবীর থেকে বি টাউনের সব নায়ক–এমনকী নায়িকারাও দীপিকার রূপ ও গ্ল্যামারের ছটায় মুগ্ধ। সঙ্গে যুক্ত হয়েছে তাঁর অভিনয় প্রতিভা, নিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব।