ক্যামিওতে বাজিমাত বাদশার
নায়ক রণবীর কাপুর। নায়িকা আলিয়া ভাট। বহু আলোচিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ! ছবির রিপোর্ট বেশ ভালো। তবে, তারই মধ্যে ছোট্ট এক কাঁটা। অনেকেই বলছে, নায়ক রণবীর। কিন্তু ক্যামিও চরিত্রে থেকেও শাহরুখ খান নাকি রণবীরকে ছাপিয়ে গেছেন। বলা বাহুল্য, গুরুর এহেন পারফরম্যান্স দেখে শাহরুখ ভক্তরা বিশেষ উজ্জীবিত ! তারা সঙ্গে সঙ্গে এ বাবদ টুইটারে ঝড় তুলে দিয়েছে। ক্যামিও চরিত্রের হিসেবে যথেষ্ট লম্বা জায়গাও পেয়েছেন বলিউড বাদশা এই ছবিতে। সব মিলিয়ে ‘ব্রহ্মাস্ত্র ১’ যেন শাহরুখের ‘পাঠান’ প্রমোশনে পরিণত। হোলসেল বয়কটের বাজারে শাহরুখের ইমেজে এই পুরো বিষয়টি যে কিছুটা ব্যতিক্রমী রঙ যোগ করলো, তাতে কোনও সন্দেহ নেই।