ক্রিশ্চিয়ানো|লেখক – হিল্লোল ভট্টাচার্য|প্রজ্ঞা পাবলিকেশন|পাঠ প্রতিক্রিয়া
লিখলেন – অঞ্জন মুখার্জ্জী
হিল্লোল ভট্টাচার্য র লেখা উপন্যাস ক্রিশ্চিয়ানো সম্বন্ধে দু একটা কথা।
গতকাল ক্রিশ্চিয়ানো এই বইটি আমি হাতে পেয়েছি। এই লেখা ফেসবুকে বিভিন্ন পর্বে পড়েছি। প্রথম পর্ব থেকেই একটা টান টান উত্তেজনা অনুভব করেছি। দীর্ঘদিন পর বিভিন্ন পর্বের লেখাগুলো নিয়ে বই আকারে প্রকাশ পেয়েছে । বইটি হাতে পাওয়ার পর প্রথমেই ভূমিকা পড়লাম এবং পড়ে আমি অভিভূত। অপদার্থের আদ্যক্ষর গ্রুপে বিভিন্ন পর্বে ক্রিশ্চিয়ানো পড়েছি। এই গ্রুপে আমি একজন সদস্য হওয়ার সুবাদে সমস্ত পর্বের লেখা পড়েছিলাম এবং কিছু কিছু মন্তব্য করেছিলাম। হিল্লোল আমার মতো একজন সাধারণ পাঠকের নাম ভূমিকায় উল্লেখ করেছে দেখে আমি অভিভূত।
পড়ার সময় মনে হয়েছিল আমি নিজে মাঠে উপস্থিত। নিখুঁত লেখা। ফুটবল খেলা এবং তার সাথে বিভিন্ন ঘাত প্রতিঘাত ও অন্যান্য চরিত্রের বিবরণ এতটাই ভালো যে পরের পর্বের জন্য অপেক্ষা করতে বাধ্য হতাম।
ক্রিশ্চিয়ানো সম্ভন্ধে একটা কথাই বলতে পারি নিজের সংগ্রহে রাখার মতো একটা বই।
লেখাতে আছে ফুটবল মাঠে খেলা এবং খেলোয়াড় দের জীবন ,আছে প্রেম , ভালোবাসা, হিংসা ইত্যাদি। আমার মনে হয় এই বইটা কিনলে কেউই হতাশ হবেন না। আসুন বইটি কিনে পড়া শুরু করে দিই।
—————————-
প্রাপ্তিস্থানঃ
- প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
- ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।
অন্যান্য প্রাপ্তিস্থান –
- দে বুক স্টোর (দীপুদা)
- জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
- বইবন্ধু