খবরে মালাইকা-অর্জুন
বাবা বনি কাপুর, কাকা অনিল কাপুর। হিট-ফ্লপ মিলিয়ে কেরিয়ার মধ্যমানের। তবে, এসব নয়, অর্জুন কাপুরের আসল ফান্ডা, তিনি মালাইকা অরোরার বয়ফ্রেন্ড। আরবাজের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই অর্জুন-মালাইকার মাখো মাখো সম্পর্কের গল্পের উড়ান বি টাউনের বাতাসে। অফিসিয়াল বিচ্ছেদের পর তো আরও শক্তপোক্ত বন্ধন। মজা হলো, ইদানীং প্রেমের চেয়ে ওঁদের ব্রেকআপের খবর বেশি ওড়ে বাতাসে। নাটকের অন্ত নেই। কখনও মালাইকা ব্রেকআপের ফলে কতটা বিরহী, সে খবর। কখনও অর্জুন মালাইকার বাড়ির পথ ভুলে গেছেন, ইত্যকার তথ্য। আদতে সবই খবরে থাকার খবর। পেজ থ্রি-র ফটো অপশনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা !