গরবে গর্ভবতী বিপাশা
আগেকার দিনে নায়িকারা তাঁদের গর্ভবতী হওয়ার বিষয়টিকে মোটামুটি গোপনেই রাখতেন। এই অবস্থায় ফিগার অনেকটাই পরিবর্তিত হয়ে যায়। পৃথুলা গড়ন ও স্ফীত উদরসহ চেহারার আকৃতি একেবারে বিচিত্র রূপ নেয়। ভক্তকুলের সামনে এমন অসংবৃত চেহারায় আসাটা এড়িয়ে চলতেন পুরোনো দিনের নায়িকারা। এখন বিষয়টা একেবারে উল্টে গেছে। গর্ভবতী নায়িকারা রীতিমতো বাইরে বের হচ্ছেন। শুধু তাই নয়, পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিতেও দ্বিধা করছেন না। কেউ কেউ আবার নিজেদের মাতৃত্বের খুশির খবর আম জনতাকে জানাতে ছবি তুলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করছেন। বিষয়টি খুব ধুমধাম করে প্রথম শুরু করেন করিনা কাপুর খান। তারপর অনেকেই। সাম্প্রতিককালে আলিয়া ভাট। এবার বিপাশা বসুও সেই পথে। বিপাশা রীতিমতো নিজের স্ফীত উদর নিয়ে ভিডিও ক্যামেরার সামনে খেলা করেছেন। বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা যেন মাতৃত্বকে ঘিরে নিজেকে আরও সুন্দর ভঙ্গিতে প্রকাশ করে বলতে চাইছেন–দেখো আমায় ! এখন আমি আরও সুন্দরী। আরও আকর্ষণীয় !!