Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

গানে গানে বর্ষবরণ

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। সুপার সিঙ্গার সিজন ৪-এর মঞ্চে বর্ষবরণ উৎসব।

আগামিকাল পয়লা বৈশাখ। বাঙালির বর্ষবরণ উদযাপন। সেই অনুষঙ্গে সেজে উঠতে চলেছে স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪-এর মঞ্চ। বাংলা সঙ্গীত জগতের এক একজন তারকা শিল্পী হাজির থাকছেন এই উৎসবে। আমরা শুনব নচিকেতা, সমিধ,পটা, উজ্জয়িনী এবং দোহারের গান। এছাড়া, শোয়ের বিচারক থেকে অতিথি সকলেই উৎসবে সামিল হবেন। তাঁরাও গাইবেন জনপ্রিয় বাংলাগান।

তবে, উৎসবের অন্যতম সেরা আকর্ষণ, রূপম, পটা ও সমিধের স্টেজে স্পেশাল পারফরম্যান্স। তিনটি দশক ধরে বাংলাগানের জগৎকে সমৃদ্ধ করে চলেছেন তিনি। নিঃসন্দেহে তাঁর সময়ের বাংলাগানের সেরা প্রতিভাবান শিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা। এই সপ্তাহে তাঁকে শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন শোয়ের বিচারক, অতিথি বিচারক ও প্রতিযোগীরা, যা এবারের এক বিশেষ প্রাপ্তি হতে চলেছে শ্রোতা-দর্শকের কাছে। চোখ রাখুন আগামিকাল ও পরশু রাত ৯.৩০-এ।