গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট – সাফল্যের নয় বছর
গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট–২০১৪-র ৯ই সেপ্টেম্বর সংস্থার যাত্রা শুরু। শুরু থেকেই ব্যতিক্রমী পথে চলা এই সংস্থার। এঁদের সংগ্রহে একাধারে কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি রয়েছে সম সাময়িক প্রতিভাবান সঙ্গীত ও বাচিকশিল্পীদের গান ও আবৃত্তির সংকলন। প্রথমেই কিংবদন্তী শিল্পীদের কথা। এক্ষেত্রে ডালি সাজানো হয়েছে দেবব্রত বিশ্বাস, ফিরোজা বেগম, সুচিত্রা মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, আশা ভোঁসলের মতো শিল্পীর গান ও আবৃত্তি দিয়ে।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যাঁদের গান প্রকাশিত হয়েছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট থেকে, তাঁরা হলেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত আচার্য, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, সাগ্নিক সেন, সাশা ঘোষাল, শান, সপ্তক ও সহজ মা। গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্টের প্রকাশ-সংগ্রহে রয়েছে যে সমস্ত জনপ্রিয় বাচিকশিল্পীর আবৃত্তি, তাঁরা হলেন, জগন্নাথ বসু, সুবোধ সরকার, ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রসঙ্গত, নবাগত শিল্পীদের প্রতিভা বিকাশের মঞ্চও হয়ে উঠেছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট। এক্ষেত্রে তাদের মিউজিক লেবেল থেকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, ভক্তিগীতি, আধুনিক গান, ছোটদের ছড়ার গান, দেশাত্ববোধক গান ও কবিতা। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও মুক্তি পেয়েছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট থেকে–নাম ‘সানডে সারপ্রাইজ’। উল্লেখ্য, এই সংস্থার রয়েছে নিজস্ব রেকর্ডিং স্টুডিও
এবার বলবো এঁদের কিছু ব্যতিক্রমী প্রযোজনার কথা। ‘গীতার বাণী রবির গান’ শিরোনামের অ্যালবামে আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে গীতার বাণী এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে রবীন্দ্রসঙ্গীত, যা গেয়েছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। রাহুল দেববর্মণকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অডিও অ্যালবাম ‘গল্প শুরু পঞ্চমের’, এর ভাষ্যপাঠে আছেন সব্যসাচী চক্রবর্তী ও সঙ্গীতে রিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ১৪২টি রবীন্দ্রসঙ্গীত নিয়ে ১৪২ জন শিল্পীর গানের সংকলন, যার সমগ্র ভাবনার নেপথ্যে রয়েছন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।


বিশেষভাবে উল্লেখযোগ্য, গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্টের সংগ্রহে থাকা গান ও আবৃত্তির মোট সংখ্যা ১৪০০ পার করেছে। এই গান ও আবৃত্তি বিশ্বের সমস্ত প্রধান অডিও ওটিটি প্ল্যাটফর্ম (আইটিউনস, গানা, জিওসাভন, অ্যামাজন প্রাইম মিউজিক, স্পটিফাই, রেসো, ন্যাপস্টার ইত্যাদি) এবং সমস্ত টেলিকম অপারেটর এর অডিও ওটিটি প্ল্যাটফর্ম ও কলারটিউনে (Airtel Wynk Music app and hellotune, Jio Tune, VI Callertune, BSNL Callertune) উপলব্ধ।
ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মগুলির মাধ্যমে শুধু কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতে বসবাসকারী বাঙালি নয়, প্রবাসী বাঙালির কাছেও পৌঁছে গেছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট। দীর্ঘ নয় বছর ধরে এভাবেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে, ঐতিহ্যকে সম্মান দিয়ে, সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট।