জমি শক্ত রশ্মিকার
‘অ্যানিমাল’ ছবির সেটে কেঁদে ফেললেন রশ্মিকা মনদান্না। না না, কেউ তাঁকে কটু কথা বলেছেন বা কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছে, এমন ভাববেন না। এই ভাবাবেগ নিতান্তই খাদ্য সংক্রান্ত ! ছবির নায়ক রণবীর কাপুর বাড়ির তৈরি ব্রেকফাস্ট অফার করেন সেদিন রশ্মিকাকে। সেই সুস্বাদু খাবার খেয়েই আবেগে কেঁদে ভাসান দক্ষিণী এই তারকা। এই মুহূর্তে জাতীয় স্তরে সেনসেশন তৈরি করেছেন ‘পুষ্পা’ খ্যাত এই নায়িকা। বলিউডেও খাতা খুলে ফেলেছেন স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি করে। পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গর ‘অ্যানিমাল’-এ তিনি নায়িকা হয়েছেন পরিণীতি চোপড়াকে সরিয়ে। বুঝতেই পারছেন, বলিউডে ক্রমশ নিজের জমি শক্ত করছেন রশ্মিকা। পর্দায় তো বটেই, পর্দার বাইরেও নিজের পরিচয়ের পরিধি ক্রমবর্ধমান রেখেছেন তিনি। তাঁর প্রতি রণবীরের আত্মীয়তার হাত বাড়িয়ে দেওয়া এবং বিপরীতে নিজের প্রতিক্রিয়া প্রকাশ–এইসবই বি টাউনে রশ্মিকার অনুকূল অবস্থানের কথা বলে দেয়।