Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জয় হোক জয় হোক মানুষের জয়

স্বাধীনতার ৭৫ বছর। দেশজুড়ে উৎসবের আমেজ। এই উৎসব গর্বের, প্রাণের। ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের নিজস্ব নিবেদন ‘জয় হোক জয় হোক মানুষের জয়’। গানটির রচয়িতা কাশীনাথ ভট্টাচার্য। গানটি কম্পোজ করেছেন এবং গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিপ্লব ঘোষ। Suane স্টুডিও থেকে গানটি রেকর্ড করা হয়েছে। মিউজিক এরেঞ্জমেন্ট, প্রোগ্রামিং ও মিক্সিং করেছেন শুভাশিস চক্রবর্তী। ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গত ১৩ই আগস্ট গানটি সিঙ্গলস ফরম্যাটে মুক্তি পেয়েছে। দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের আঙ্গিকে মানবতার জয়গান গেয়েছেন শিল্পীরা। নেতাজি, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ ও নজরুলের উল্লেখও রয়েছে গানটিতে। সর্বোপরি, গানটির মাধ্যমে সাম্যের বার্তাও দিতে চেয়েছেন শিল্পীরা। শ্রোতামহলও সেই স্বাদে মুগ্ধ। আগামীর জন্য শুভেচ্ছা জানিয়ে, তারা বিপ্লব ও কাশীনাথ জুটির থেকে আরও নতুন গান শুনতে চেয়েছেন।