Monday, February 3, 2025
৫ফোড়ন

টার্গেট না ট্রিক, বাদশা জানেন

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটক করে শুল্ক দফতর। দুবাই থেকে ব্যাক্তিগত বিমানে ফেরার পথে এই কাণ্ড। অভিযোগ, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া পান বলিউড বাদশা। দামি ঘড়ি পরার শখ তাঁর আর সেই সূত্রেই শাহরুখের সংগ্রহে রয়েছে দেশবিদেশের বহুমূল্যের ঘড়ি। নিয়ম মেনে শুল্ক দফতরের দাবি মিটিয়ে ছাড়া পান শাহরুখ। ঘড়ি পর্ব থাক। শাহরুখের বিমান বন্দরে আটক পড়ার প্রসঙ্গে আসি। তাঁর সঙ্গে এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে, দেশে ও বিদেশে। বিদেশে, মূলত আমেরিকায়। ভাবলে, অবাক লাগে, শাহরুখের মতো বুদ্ধিমান, শৃঙ্খলা পরায়ণ, বিচক্ষণ মানুষের ক্ষেত্রে এটা বার বার কেন ঘটে ? তাঁর ভক্তকূল বলতেই পারেন, শাহরুখ আসলে টার্গেট হয়েই আছেন বা থাকেন ! কিন্তু সেখানেও প্রশ্ন, তাঁকে টার্গেট করাটাও কী এতটাই সহজ ? নাকি এও তাঁরই পরিকল্পিত কোনও ছক !