Tuesday, May 13, 2025
৫ফোড়ন

ডান্স ফ্লোরে ঝড় তুললেন আমিকা

গায়িকা থেকে অভিনেত্রী হয়েছেন তিনি। পেশার এই বৈচিত্র্যে আমিকা শৈল নিজের দিকে আর একটু আকর্ষিত করেছেন ভক্তদের। প্রচুর টিভি ও ওটিটি প্রোজেক্ট এবং বেশ কয়েকটি বলিউডি ছবিতে কাজ করার পর এবার তিনি মালয়ালম একশন থ্রিলার ‘বান্দ্রা’-য়। মলিউডে অবশ্য আগেই খাতা খুলেছেন আমিকা। এটি তাঁর দ্বিতীয় কাজ মলিউডে। এই ছবিতে একটি আইটেম ডান্সের সূত্র ধরে আর একটু প্রসারিত হলো এই ইন্ডাস্ট্রিতে তাঁর ক্ষেত্র, এমনটাই মনে করছেন আমিকা। কার্যত, প্রসন্ন সুজিতের করা কোরিওগ্রফিতে নাকি শুটিং তথা ডান্স ফ্লোরে ঝড় তুলেছেন তিনি। তামান্না ভাটিয়া, দিলীপ, দিনো মোরিয়া, সারথ কুমার, সিধিক প্রমুখ দক্ষিণী সুপার স্টারের সঙ্গে এই ছবিতে কাজ করতে পেরে আপ্লুত আমিকা। প্রযোজক অজিথ বিনায়ককে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, একদিকে বড় বড় স্টার। অন্যদিকে দারুণ এক ডান্স সিকোয়েন্স। আমি ধন্য এমন সুযোগ পেয়ে। জানা গেছে, আমিকার নতুন ডান্স অবতারে উপভোগ্য এই ছবি মুক্তি পাচ্ছে আগামী বছরই।