ডান্স মঞ্চে কোয়েল
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর পড়বেন প্রতি সপ্তাহে।
মন মানে না…মন মানে না…! মন আর কী করে মানবে? টলিউডের এভারগ্রিন জুটি দেব-কোয়েল যখন এক মঞ্চে পারফর্ম করেন, তখন সেই মঞ্চ তো ধামকাদার হয়ে উঠবেই ! ঠিক ধরেছেন, ডান্স ডান্স জুনিয়র সিজন ৩-এর মঞ্চেই এমনটা সম্ভব। কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় সপ্তাহে এসে আরও রঙিন ও মজাদার হবে, সেটাই স্বাভাবিক। একই সঙ্গে প্রতিযোগিতাও তীব্র। কারণ, এরপরই আসছে সেমি ফাইনাল রাউন্ড।
এই সপ্তাহে টলিউড সুপারস্টার কোয়েলের উপস্থিতির কথা তো আগেই বলেছি। ডান্সার হিসেবেও তিনি বরাবর এগিয়ে। এই মঞ্চে এই সন্ধ্যায় তার ঝলক দেখবেন উপস্থিত দর্শক। প্রতিযোগীদের মধ্যে কামাল করা পারফরম্যান্স ছিল ওড়িশার অনুষ্কা এবং দক্ষিণ ২৪ পরগণার সমৃদ্ধির। প্রতি সপ্তাহের মতোই হাবড়ার খুদে প্রতিযোগী কথাকলি ছিল বিচারক ও দর্শকদের উচ্ছ্বাসের কেন্দ্রে। শোয়ের অন্যতম বিচারক অভিনেত্রী মনামি ঘোষ তাকে যথার্থই বলেছেন ওয়ান্ডার কিড। চোখ রাখুন স্টার জলসায় আগামী ৩-৪ ডিসেম্বর রাত ৯.৩০-এ।