Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

তথ্যসমৃদ্ধ ‘সাহিত্য ও সিনেমা’

আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। গত ৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে আলোচিত হলো তপন সিংহ পরিচালিত ছবির ব্যাপ্তি ও বৈচিত্র্য বিষয়ে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও তথ্যচিত্র নির্মাতা শান্তনু সাহা। তাঁর তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণী বক্তব্যে জমে ওঠে আলোচনা। আগামী ১৪ ফেব্রুয়ারির বিষয় বাংলা সিনেমার চিরন্তন রোমান্টিক জুটি ‘উত্তম-সুচিত্রা’। আলোচক সাহিত্যিক ও রেডিও উপস্থাপক শ্যামলী আচার্য্য এবং সাংবাদিক, রেডিও উপস্থাপক ও সংবাদ পাঠক সুপ্রিয় রায়। প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।