দর্শককে অনুপ্রাণিত করবে ইন্দিরা
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ব্যতিক্রমী ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
কাটোয়ার এক প্রত্যন্ত গ্রামের মেয়ে ইন্দিরা। সেখানকার বঙ্গ বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা তার। সে হোক। ইন্দিরা এই ছোট গ্রামে থেকেই নিজের প্রতিভার প্রমাণ রাখে। গ্রামের সেরা বিজ্ঞান শিক্ষক হিসেবে পরিচিত হয় সে। তবে, গ্রামের ছেলেমেয়েদের পড়িয়েই তৃপ্ত নয় ইন্দিরা। তার চোখে অনেক বড় আকাশে ওড়ার স্বপ্ন। অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের পড়াতে চায় সে। আর এই স্বপ্ন সফল করার প্রথম ধাপে পৌঁছেও যায় ইন্দিরা। কলকাতার প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুল ফিউচার ড্রিম স্কুল থেকে চাকরির অফার আসে তার কাছে।
এহেন ইন্দিরার দুরন্ত জার্নি নিয়েই স্টার জলসায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। আজকের বহুভাষিক শিক্ষা ব্যবস্থার যুগেও আমরা অনেকেই আটকে পড়ে আছি ইংরেজি মাধ্যমই সেরা, সেই ভ্রান্ত ও প্রাচীন ধারণায়। এখনও মনে করা হয়, একমাত্র ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ছেলেমেয়েরাই তথাকথিত স্ট্রিট স্মার্ট, ইংরেজিতে স্বচ্ছন্দ। একমাত্র তারাই পারে হাই ক্লাস সোসাইটিতে জায়গা করে নিতে ! এই ধারণার বশবর্তী হয়েই বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের প্রতি এই তথাকথিত স্ট্রিট স্মার্টদের ব্যবহারে থাকে তাচ্ছিল্য ও অবজ্ঞা। উল্টোদিকে ক্রমাগত একই ভুল ধারণার পথ ধরে বাংলা মিডিয়ামে পড়ুয়ারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তারা এই কারণেই যোগ্যতা থাকা সত্বেও চাকরির ইন্টারভিউ ও অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে যায়, অবসাদ ও হতাশার শিকার হয়।
এই ভুল ধারণা, এই সীমাবদ্ধতা ভাঙার দিশা নিয়েই তৈরি ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ভাষা আমাদের ভাব প্রকাশের মাধ্যম মাত্র, আসল সম্পদ হলো জ্ঞান। বলা বাহুল্য, এই ধারাবাহিক ইন্দিরার গল্পের মাধ্যমে দর্শক দরবারে সেই বার্তাই পোঁছে দেবার প্রচেষ্টা নিয়েছে। আমরা দেখি, ইন্টারভিউয়ের সময় ইন্দিরা বিক্রমের মুখোমুখি হয়, যে কিনা তার বোন সুহানাকে সহকারী হিসেবে নিয়ে এই স্কুল চালায়। বিক্রমের সংস্পর্শে এসেই দারুণ ধাক্কা খায় ইন্দিরা। তার বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের জন্য চরম হেনস্থার শিকার হতে হয় তাকে। ইন্দিরা কেমন করে এই অপমানের জবাব দেবে, কেমন করে প্রমাণ করবে জ্ঞান, প্রতিভা ও দক্ষতাই আসল, ভাষার মাধ্যম নয়–দেখুন ধারাবাহিকের পর্বে পর্বে।
অভিনয়ে ছোটপর্দার অতি চেনা মুখ তিয়াসা রায় (ইন্দিরা), নীল ভট্টাচার্য (বিক্রম), সম্পূর্ণা লাহিড়ী (সুহানা) প্রমুখ। প্রযোজনা ‘কে আপন কে পর’, ‘তিতলি’, ‘আলতা ফড়িং’ খ্যাত সুশান্ত দাস। ব্যতিক্রমী ভাবনার ‘বাংলা মিডিয়াম’ দেখানো হচ্ছে সোম থেকে রবি, প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।