Monday, February 3, 2025
৫ফোড়ন

দেহে-মনে ও অভিনয়ে ফিট

সাম্প্রতিক একটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউডের প্রবীণ দুই অভিনেতা অনুপম খের ও নীনা গুপ্তা নয়া প্রজন্মের অভিনেতাদের উদ্দেশে যা বলেন, সেটা সত্যিই প্রনিধানযোগ্য। আজকের অভিনেতারা তুলনামূলক ভাবে বেশি ফিটনেস সচেতন, এমনটা প্রায়ই বলা হয়। এই দুই প্রবীণের বক্তব্য, আমরাও কম ফিট নই। এখনও চুটিয়ে কাজ করছি। তাঁদের কথায়, আমরা চিরকাল স্বাবলম্বী, বরাবর নিজেদের কাজ নিজেরাই করি। আর এভাবেই ফিট রেখেছি শরীর-মন। এরপরই ওঠে অভিনয় প্রসঙ্গ। এক্ষেত্রে তাঁরা যেমন ফিটনেসের ক্ষেত্রে সময়ের নিয়ম মেনে চলেছেন, তেমন নিজেদের অভিনয় উৎকর্ষতার দিকেও নজর দিয়ে চলেছেন ধারাবাহিক ভাবে। অনুপম-নীনার মতে, জেন ওয়াইয়ের অভিনেতাদের সেই দিকটায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সত্যিই, ওঁদের এই পরামর্শ যথার্থ। তবে, ক’জন সেটা মানবেন, সেটাই প্রশ্ন !