দ্রৌপদী সকাশে কঙ্গনা
সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তারপরই অভিজ্ঞতা জানিয়ে বলেছেন, মনে হলো সাক্ষাৎ একজন দেবীর সামনে বসে আছি। ইদানীং বিতর্কেও আর হালে পানি পাচ্ছেন না কঙ্গনা রানাওয়াত। মিডিয়া আর ছুটছে না তাঁর পিছনে। সিনেমা জগতের সঙ্গে সম্পর্ক তো আগেই বিলুপ্তির পথে। নিন্দুকেরা বলছে, এই সব বড় মাপের মানুষের কাছে পৌঁছেই যদি কিছুটা নজর কাড়া যায় ! রাজধানী দিল্লিতে এসেছিলেন তিনি রাজপথ–কর্তব্য পথ উদ্বোধনে ! সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন। তখনই কঙ্গনার রাষ্ট্রপতি সকাশে গমন। কঙ্গনার প্রতিটি কাজের সঙ্গে ইদানীং রাজনীতির গন্ধ লেগে থাকে। তাঁর আপকামিং ছবি ‘এমারজেন্সি’ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই সোরগোল তোলা হয়েছে। সোস্যাল মিডিয়ায় দ্রৌপদী মুর্মুর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন কঙ্গনা। লোকজন বলছে, এভাবেই নিজের ও ছবির প্রচার করছেন তিনি।