Monday, February 3, 2025
৫ফোড়ন

ধর্মমঞ্চে অনুরাধা

এঁদের সব হলো কী ? সকলেই একেবারে কোমর বেঁধে নেমেছেন। একদা বহু হিট গানের শিল্পী অনুরাধা পড়ওয়াল। তিনি ভক্তি সঙ্গীতের, সে সিনেমা হোক বা রেকর্ড/ক্যাসেট, একজন প্রনম্য শিল্পী। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তিনিও একটি বিশেষ ধর্মের মানুষের প্রতি আক্রমনাত্মক হয়ে উঠবেন ? ছোটবেলায় আমাদের অনেকেরই ঘুম ভেঙেছে মসজিদ থেকে ভেসে আসা মাইকের আজানে। সন্ধ্যাও নেমেছে সেই সুরেই। শুনেছি, আমাদের বাপ-ঠাকুরদারও এভাবেই প্রভাত-সন্ধ্যা দেখেছেন। ভারতীয় যাপনে সম্পৃক্ত এই রীতিতে হঠাৎ করে এমন বিজাতীয় প্রতিক্রিয়া কেন শিল্পীর? মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিতর্ক চলছে মহারাষ্ট্রে। সেই বিতর্কে জড়িয়ে অনুরাধা বলেছেন, উনি নাকি বিশ্বের কোনও দেশে এটা দেখেননি। একমাত্র ভারতেই আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার হয়। ওঁর মতে, এতে নিঃসন্দেহে প্রতিবন্ধকতা থাকা দরকার। তো, এতদিন উনি শোনেননি ? এত বছরে একবারও মনে হয়নি এসব। নাকি তোষামোদের পথে তিনিও কোনও পুরস্কারের প্রত্যাশী। জনতার প্রশ্ন সেটাই !