Monday, February 3, 2025
৫ফোড়ন

নতুন বিয়ে পুরোনো দাম্পত্য

এতদিনে প্রথা মেনে বিয়েটা হলো। হোক না রিয়ালিটি শোয়ের মঞ্চ। বেজায় খুশি বলিউডের ম্যায়নে পেয়ার কিয়া গার্ল ও তাঁর অফিসিয়াল পতি হিমালয় দাসানি। আসছে নতুন রিয়ালিটি শো ‘স্মার্ট জোড়ি’–তারই একটি প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গেছে ভাগ্যশ্রী ও হিমালয় দুজনেই বিয়ের সাজে এবং একে অপরের সঙ্গে মালা বদল করছেন। শুধু তাই নয়, দৃশ্যটিতে রীতিমতো আবেগপ্রবণ ভাগ্যশ্রী–একদা বাড়ির অমতে হিমালয়কে বিয়ে করেন তিনি। মন্দিরে বিয়ে হয় তাঁদের। পাঠক স্মরণ করুন সেই দিনটি–’ম্যায়নে পেয়ার কিয়া’ সুপার হিট। তারপরই ভাগ্যশ্রীর বিয়ের খবর, তাও হিমালয়ের মতো একজন অচেনা পুরুষকে। তামাম ভাগ্যশ্রীভক্ত কী হতাশই না হয়েছিলেন সেদিন। যাই হোক, এতদিনে জনসমক্ষে বিয়ে করে খুশি ভাগ্যশ্রী। মন্দিরের গোপন বিয়েতে মন ভরেনি কন্যার, বোঝাই যাচ্ছে।