Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় উত্তর ও দক্ষিণবঙ্গের শিল্পীরা

আজ সন্ধ্যায় উত্তরবঙ্গের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক মৌসুমী দাশগুপ্তর সঙ্গে ননস্টপ আড্ডা। সঙ্গে গান তো থাকবেই। বাংলা গানের সমস্ত ধারায় অবাধ বিচরণ মৌসুমীর। উত্তরবঙ্গে তাঁর বসবাস হলেও গানের খ্যাতি সমগ্র বঙ্গে। এই সন্ধ্যায় আমরা মৌসুমীর মুখে শুনবো তাঁর সাঙ্গীতিক যাত্রার কথা। গত ৯ই সেপ্টেম্বর আমরা শুনেছি নীলাদ্রি নাথের গান। সুকণ্ঠের অধিকারী, যথাযথ মাত্রায় প্রশিক্ষিত, ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত এই বিশিষ্ট সংগীতশিল্পী একজন প্রতিষ্ঠিত মিউজিক কম্পোজারও বটে। সঙ্গীত নিয়ে কথায়-গানে তাঁর সঙ্গে আড্ডা প্রাণময় হয়ে ওঠে এই সন্ধ্যায়। আগামী ২০ সেপ্টেম্বর ননস্টপ আড্ডা স্পেশালে থাকবেন সঙ্গীতশিল্পী দম্পতি স্বরূপ পাল ও স্বাতী পাল। বিশেষ এই আড্ডায় আমরা স্মরণ করবো প্রয়াত দুই কিংবদন্তি স্রষ্টা–গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় ও চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে। কথায়-গানে উত্তরবঙ্গের সঙ্গীতশিল্পী দম্পতি নিরুপম ভট্টাচার্য ও পুষ্পিকা ভট্টাচার্য থাকবেন আগামী ২৩ সেপ্টেম্বর। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই।