Thursday, March 13, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডা-য় কবিপ্রনাম

চলছে কবিপক্ষ। ননস্টপ আড্ডা-য় সেই অনুষঙ্গেই প্রাণের কবিকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হল ‘বিশ্ববীণারবে…’। গত ১৩ই মে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে এই বিশেষ সাপ্তাহিক আড্ডা আয়োজিত হয়। অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌমেন্দ্রনাথ বসু এবং লোপামুদ্রা ভট্টাচার্য। ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার অদিতি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অজন্তা সিনহা। সৌমেন্দ্রনাথ বসুর কন্ঠে কবিগুরুর গান ‘আকাশভরা সূর্য তারা’ দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর বিশ্বকবির গান ও কবিতায় তাঁকে সম্মান জানান শিল্পীবৃন্দ। প্রায় দেড় ঘন্টা ব্যাপী চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি শেষ হয়  অজন্তা সিনহার কন্ঠে ‘আমি কান পেতে রই’ গানটি দিয়ে।