নানা বিষয়ে ননস্টপ আড্ডা
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডা জমে উঠবে একেবারে ভিন্ন মেজাজে। আজকের দুই অতিথি হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য বিষয়ে লেখক সুজাতা মুখোপাধ্যায় ও সাংবাদিক ও বুটিক পরিচালক মৌসুমী ঘোষ। আমরা শুনবো তাঁদের জীবনের নানা অভিজ্ঞতার কথা। আগামী ১৮ নভেম্বর ননস্টপ আড্ডার অতিথি সঙ্গীতশিল্পী ও নাট্যকর্মী ডালিয়া চৌধুরী। নানা রঙের গান ও আড্ডায় জমে উঠবে এই সন্ধ্যা। আর ২৫ নভেম্বরের অতিথিরা হলেন প্রখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী শাঁওলী সেন ও খ্যাতনামা অঙ্কনশিল্পী রত্না বোস। এই সন্ধ্যাও জমে উঠবে একেবারে ব্যতিক্রমী স্বাদে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।