Monday, February 3, 2025
ওয়েব-Wave

নির্মল হাসি-মজার ‘Wরং মিলান্তি’

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। দর্শকের জন্য কমিক রিলিফ আনবে ক্লিক-এর ‘Wরং মিলান্তি’। লিখেছেন মৃণালিনী ঠাকুর

শিলিগুড়ির এক ছাপোষা পরিবারের সাধারণ ছেলে সূর্য। চেনা লোকজন তার স্বভাব চরিত্রের প্রশংসাই করে। চাকরি করছে, ভালো টাকা রোজগার করছে। বাবা-মাকেও সুখেই রেখেছে। সূর্যর জীবনে একটাই সমস্যা, তার জীবনে বিয়েটা হয়ে উঠছে না। এর কারণ এটা নয় যে সে বিয়ের উপযুক্ত পাত্রী পাচ্ছে না। কারণ অন্যত্র ! এ যাবৎ তার ৬৭টি বিয়ে ভেঙেছে। আর সেই কাণ্ডটি ঘটিয়েছে সূর্যর বন্ধু শাওন। সে-ই এই বিয়ে ভেস্তে দেওয়ার কারিগর। দুই বন্ধুর ব্যাচেলর লাইফ শেষ হয়ে যাবে, সেই ভয়ে সে কিছুতেই বিয়ে করতে দিচ্ছে না সূর্যকে। নিজে কোনওদিন প্রেম করেনি শাওন। ঠিক করেছে সূর্যকেও প্রেম করতে দেবে না।

ওদিকে কার্শিয়াং-এর জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন তাঁর বড় মেয়ে হিয়াকে। হিয়া পড়াশোনার জন্য কলকাতা গিয়ে আর ফেরার নাম করে না। তার বিয়ের চিন্তা শুরু হয়েছে বাবার। একের পর এক ছেলে হিয়াকে দেখছে আর সে সবাইকে রিজেক্ট করে চলেছে। ফাইনালি পাকা দেখা ঠিক হলো সূর্য আর হিয়ার। হিয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই বিয়েটা করার। ওদিকে শাওনও চেষ্টায় আছে কীভাবে ভাঙা যায় এই  বিয়ে। এদিকে সূর্য আবার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল হিয়ার ছোট বোন ঝিলিককে। পরে কার্যকারণে ঝিলিক সম্পর্কে তার ভুল ভেঙে যাওয়ায় সূর্য আবার হিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।

এরই মধ্যে বিয়ে ভাঙার তাল করে শাওন হিয়াকে নিয়ে আসে বাইরে একান্তে কথা বলতে। হিয়ার সামনে সে কিছু শর্ত রাখে। প্রথমত, হিয়াকে শাওন বৌদি বলতে পারবে না। শাওন সূর্য-হিয়ার সাথেই থাকবে। সূর্যর সঙ্গে মদ খেতে বসলে, বাধা দেওয়া যাবে না। ঘুরতে যেতে হবে। এদিকে সূর্যর মাথায় হাত–এই বিয়েটাও বোধহয় গেল। আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে হিয়া চেয়ে বসে একটা সিগারেট আর রাজি হয়ে যায় বিয়েতে। অন্যদিকে ভাগ্যের নির্মম পরিহাসে শাওন প্রেমে পড়ে যায় হিয়ার। তার প্রথম প্রেম।

সূর্য, শাওন, হিয়ার সম্পর্ক কোনদিকে মোড় নেবে আর কী কী মজাদার কাণ্ড ঘটবে ওদের যাত্রাপথে, তাই নিয়েই এগিয়ে যাবে শুভাঞ্জন বসু পরিচালিত ভরপুর কমেডি, ওয়েব সিরিজ ‘Wরং মিলান্তি’। ৫ পর্বের এই ওয়েব সিরিজের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। সৃজনশীল পরিচালনা জয়দীপ ব্যানার্জি। প্রযোজনা ফিল্মস অ্যান্ড ফ্রেমস। ক্লিক অরিজিনাল সিরিজ ‘Wরং মিলান্তি’-র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেব প্রমুখ। চিত্রগ্রাহক ঋতম ঘোষাল। আবহ সংগীত প্রাঞ্জল দাস। সম্পাদক পীযূষ ঘোষ। কস্টিউম রঞ্জনা গাঙ্গুলি। মেকআপ সুইটি দাস।

Img 20230601 Wa0057
নির্মল হাসি-মজার 'Wরং মিলান্তি' 5

পরিচালক শুভাঞ্জন বসুর বেড়ে ওঠা উত্তরবঙ্গের চালসায়। এই সিরিজ প্রসঙ্গে তিনি জানিয়েছেন,”প্রথম থেকেই ইচ্ছে ছিল বাইরের চোখে উত্তরবঙ্গ নয়, আমরাই আমাদের গল্প বলব। তাই আমি প্রথম সিরিজে বেছে নিয়েছি শিলিগুড়ি, কার্শিয়াং আর জলপাইগুড়ির কয়েকজন বাসিন্দার গল্প। এরই সঙ্গে মনে পড়েছিল আমাদের বাঙালির সেই হারিয়ে যাওয়া সিনেমার গল্পগুলি। সেই গল্পে হাসি, মজা, আনন্দ ভরপুর ছিল। যেমন ‘গল্প হলেও সত্যি’, ‘মৌচাক’ বা ‘বসন্ত বিলাপ’ এবং আরও অনেক। নিখাদ তরুণ মজুমদার, তপন সিনহার সিনেমা, যা এখনও আমরা মিস করি। সেই আমেজের গল্পই এই সিরিজে ফিরিয়ে আনার চেষ্টা করেছি।” আশা করা যায়, হাসি-মজার চিরন্তন গল্পের পাশাপাশি উত্তরবঙ্গের নান্দনিক লোকেশনের অভিজ্ঞতাও হবে দর্শকের। এই জুনেই ‘Wরং মিলান্তি’-র স্ট্রিমিং শুরু ক্লিক-এ।