Monday, February 3, 2025
৫ফোড়ন

পরিণীতির পরিণতি

নিছক স্বল্পবাস পরে বলিউডের যে সব নায়িকা বাজার মাত করার চেষ্টা করেন, পরিণীতি চোপড়া তাঁদের দলে পড়েন না। তিনি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। কেরিয়ারে অভিনয়কেই বরাবর প্রাধান্য দিয়েছেন পরিণীতি। এহেন পরিণীতিও ফ্যাশন সেনসেশনের তালে পড়ে পাপারাৎজিদের দখলে। প্রকাশ্যে পোশাক বিপাকে পড়লে যা হয় ! সম্প্রতি নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হঠাৎই পোশাকের একটি অংশ খুলে যায় তাঁর এবং তাতেই বিপত্তি। আপাতত এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইদানীং নায়িকাদের বেশিরভাগেরই পোশাকের ক্ষেত্রে কারওর বুক চেরা, কারওর অতি ছোটো পোশাক। পরিণীতিও এঁদের দলে নাম লেখাতেই পারেন। তবে, সেক্ষেত্রে সেই পোশাক ক্যারি করা শিখতে হবে তাঁকে। দুই প্রকৃষ্ঠ উদাহরণ তো হাতের কাছেই রয়েছে–শিল্পা শেট্টি এবং মালাইকা অরোরা। স্বল্পতম অঙ্গবাস পরেও কী দারুন স্বচ্ছন্দ ও স্মার্ট ওঁরা !