প্যাকেজ বদলাতে হবে ভাইজানকে
বিতর্কের কেন্দ্রেই বরাবর অবস্থান তাঁর। বিভিন্ন অপরাধের সঙ্গে বারবার জড়িয়েছেন নিজেকে। তা সত্বেও ভক্তকুল ছাড়েনি তাঁকে। বলিউডের ভাইজান একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। তবে, এবার বোধহয় ভক্তরা ছেড়ে যাচ্ছেন সলমন খানকে। বলিউডের তিন সুপার তারকা খানের অন্যতম সলমনের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ভরাডুবি ঈদ-ম্যাজিকও আটকাতে পারেনি। শোনা যাচ্ছে, এই ছবির ব্যর্থতার পরেই নাকি প্রবল হতাশায় ডুবে গিয়েছেন তিনি। খবরে প্রকাশ, আগামী বেশ কিছুদিন সিনেমা জগৎ থেকে দূরে থাকতে চান সলমন।
তাঁর ছবির মুক্তি আর ঈদ উৎসব যাপন প্রায় সমার্থক হয়ে আছে বলিউডে। এই অনুষঙ্গেই ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো হিট ছবি পেয়েছেন দর্শক। কিন্তু, গত কয়েক বছর ধরে ঈদে একের পর এক ছবি ছবি ফ্লপ করেছে তাঁর।‘টিউবলাইট’ থেকে শুরু হয় ফ্লপের ধারা, তারপর ‘ভারত’, ‘রাধে’। চলতি বছরে ‘কিসি কা ভাই কিসি কি জান’-কে কেন্দ্র করে আম দর্শক থেকে সলমনের অনুরাগী–সকলেরই প্রত্যাশা ছিল প্রচুর। হতাশ করেছে সেই ছবিও। টেনেটুনে ১০০ কোটির ঘরে পৌঁছেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই অভিজ্ঞতা থেকেই নিজেকে আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন সলমন নিজেকে। শোনা যাচ্ছে, যশরাজদের ‘টাইগার ৩’ ছবির শুটিং শেষ করে একটা লম্বা বিরতি নিতে চাইছেন ভাইজান। এমনকী করণ জোহরের সঙ্গে কথাবার্তা চলছিল যে ছবিটি নিয়ে, সেটার বিষয়েও তিনি এখন আলোচনা স্থগিত রেখেছেন।
সলমনের এই সিদ্ধান্ত যে যথেষ্ট সময়োপযোগী, সেকথা বলার অপেক্ষা রাখে না। তার থেকেও বেশি অবশ্য ভাবার, এতদিন যে ফর্মূলায় বাজিমাৎ করে এসেছেন তিনি, সেই ফর্মূলার নিরিখে তাঁর অবস্থান প্রসঙ্গে ! সলমনের অতি বড় বন্ধুও বলবে না, সলমন একজন দক্ষ অভিনেতা। তিনি আবেগ-নাচ-গান-একশন ইত্যাদি মিলিয়ে পর্দায় যেটা করেন, সেটা একটা বয়সের পর আর চলে না। যত বড় তারকাই হোন, মশালা ছবিতে কতদিন দর্শক তাঁকে গ্রহণ করবেন, তার একটা বয়সের রেঞ্জ আছে। সেটা পার হয়ে গেলে দর্শক প্রিয় তারকার ক্ষেত্রেও পরিত্যাগ করতে দুবার ভাবে না। স্বয়ং অমিতাভ বচ্চন এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। সেখান থেকেই নিজের ইমেজ বদলেছেন তিনি। সলমন বিগ বি’র মতো ক্ষমতাশালী নন। তবু, তাঁকে এর থেকেই শিখতে হবে। কী ধরনের ছবিতে, কী ধরনের চরিত্রে অভিনয় করবেন তিনি, তার ওপরেই এবার নির্ভর করবে ভাইজানের কেরিয়ার !