প্রকৃতিপ্রেমী সিদ্ধার্থ
করণ জোহরের স্নেহধন্য বলে যতই লোকজন তাঁকে লেবেলিং করুক, এই তরুণ কিন্তু খুব তাড়াতাড়ি বলিউডে নিজের মাটি শক্ত করে ফেলেছেন। আর সেটা অবশ্যই নিজের যোগ্যতায়। হ্যান্ডসাম মাচো সিদ্ধার্থ মালহোত্রা প্রতিভায় মাজাঘষা করার পাশাপাশি নানাভাবে নিজের ক্ষমতা বাড়িয়ে চলেছেন। সম্প্রতি সিদ্ধার্থ তাঁর আপকামিং ছবি ‘যোধা’-র শুটিংকে কেন্দ্র করে মানালিতে আসেন। আর এসেই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। পাহাড়ী পথে সাইকেল আরোহণ সহজ নয়। কিন্তু সিদ্ধার্থর তো এই চ্যালেঞ্জটাই পছন্দ ! কুলুর অপরূপ প্রকৃতি সৌন্দর্যের আঁচল বিছিয়ে রেখেছে এখানে আগত মানুষজনের জন্য। সিদ্ধার্থ প্রবল পশুপ্রেমী, এ তথ্য অনেকেরই জানা। এবার তাঁর প্রকৃতি প্রেমকেও অনুভব করা গেল। করণ জোহরের ধর্মা প্রোডাকসন্সের ভরপুর একশন ড্রামা ‘যোধা’-য় নিশ্চয়ই প্রচুর স্টান্ট করবেন সিদ্ধার্থ। তার আগে কিছুক্ষণ কুলু-মানালির রূপসুধা পান।