প্রযোজক অনুষ্কা
বলিউড তারকাদের প্রযোজনা ব্যবসায় আসা নতুন কিছু নয়। কিন্তু অনুষ্কা শর্মার ছবি প্রযোজনার ব্যাপারটা এই প্রচলিত গতের বাইরে। কর্ণেশ শর্মার সঙ্গে জুটি বেঁধে অনুষ্কার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ হিন্দি ছবির দর্শককে উপহার দিয়েছে ‘এনএইচ টেন’-এর মতো রিয়ালিস্টিক ছবি। অনুষ্কার ক্লিন স্লেট ওটিটি প্ল্যাটফর্মেও ব্যতিক্রমী দুটি কাজ করে ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে। নেটফ্লিক্স দেখিয়েছে অনহীতা দত্ত পরিচালিত ছবি ‘বুলবুল’। আর আমাজন প্রাইমে প্রদর্শিত ‘পাতাল লোক’ তো খুবই আলোচনায় থেকেছে। অনুষ্কার ক্লিন স্লেট আবার ওয়েব দুনিয়ায়। শোনা যাচ্ছে আমাজন ও নেটফ্লিক্স-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ৪০০ কোটি টাকার প্রজেক্ট করতে চলেছে তারা। আগামী ১৮ মাসের মধ্যে বেশ কয়েকটি ছবি ও সিরিজ প্রযোজনা করবে ক্লিন স্লেট এই দুই ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স ইতিমধ্যেই এই তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছে, তারা তিনটি প্রজেক্ট করছে অনুষ্কার ক্লিন স্লেট ফিল্মজ-এর সঙ্গে। আমাজন অবশ্য এ ব্যাপারে মুখ খোলেনি এখনও। প্রসঙ্গত, অনুষ্কার পরের প্রজেক্ট ‘কোয়ালা’-য় অভিনয় করবেন ইরফান খান পুত্র বাবিল ও ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি দিমরি।