Thursday, March 13, 2025
কৃষ্টি-Culture

‘প্রাণ গোবিন্দ’-এ মরমি শুচিস্মিতা

জন্মাষ্টমীর আবহে নন্দদুলালের আরাধনায় ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল থেকে গত ১৭ই আগস্ট মুক্তি পেয়েছে ‘প্রাণ গোবিন্দ’ শিরোনামে দশটি গানের একটি বিশেষ সংকলন। আরপি মিউজিক-এর প্রযোজনায় নরেশ পটঘড়ার কথায় গানগুলি গেয়েছেন শুচিস্মিতা ঘোষ। অ্যালবামের ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। শিল্পীর মরমি গায়নে ইতিমধ্যেই গানগুলির ভিউজ কয়েক হাজার ছাড়িয়েছে। অ্যালবামের শুরুতেই রয়েছে, ‘আমার প্রাণ গোবিন্দের’ গানটি। বাকি গানগুলি হলো ‘আশ্রয় করে যে জন’, ‘ভুলো নাগো আমায় তুমি’, ‘দ্বারকাতে কৃষ্ণ রাজা’, ‘হোলি খেলে নন্দলালা’, ‘কোন ফুলে কৃষ্ণ’, ‘কৃষ্ণ মুরারি ওগো’, ‘নাচো তো নটবর’, ‘প্রভু তোমারো’, এবং ‘স্বর্ণ ঘটে করুণা’।