Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

‘ফুলকি’ আসছে

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। তরুণী বক্সার ‘ফুলকি’র কাহিনি এবার অন্দরের পর্দায়। লিখেছেন মৃণালিনী ঠাকুর

এবার ছোটপর্দায় এক মহিলা বক্সারের কাহিনি। জি বাংলায় খুব শিগগিরই শুরু হতে চলেছে নতুন শো ‘ফুলকি’, যেখানে আমরা এহেন ভিন্নস্বাদের গল্পের ঝলক দেখব। এর আগে দর্শক ফুটবলার, জিমন্যাস্ট, ক্রিকেটর দেখেছে অন্দরের পর্দায়। তাতে নতুন সংযোজন এই বক্সার কাহিনি। বাংলা টিভির পর্দায় একজন মহিলা বক্সারের জার্নি দেখা যে যথেষ্ট রোমাঞ্চকর হবে, সে কথা আগাম বলে দেওয়া যায়। স্বাভবিকভাবেই ফুলকির যাত্রাপথে থাকবে প্রচুর হার্ডলস। নিম্নবিত্ত পরিবারের মেয়ে ফুলকির বক্সার হতে চাওয়াটা এমনিতেই এক কঠিন স্বপ্ন। তারমধ্যে ফুলকির মা চরম অসুস্থ। অত্যন্ত প্রতিভাশালী ফুলকির স্বপ্নপূরণে বাধার শেষ নেই। সবচেয়ে বড় কথা, চিরন্তন সামাজিক সংস্কার ও বাধ্যবাধকতা। একজন মেয়ে হবে বক্সার ? সব মিলিয়েই চ্যালেঞ্জ তীব্র ফুলকির সামনে।

Divyani Mondal
'ফুলকি' আসছে 4

এক তরুণীর বক্সার হতে চাওয়া ও বক্সার হয়ে ওঠার গল্প ‘ফুলকি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল। বলা বাহুল্য, এমন একটি চরিত্রে অভিনয় করাও এক চ্যালেঞ্জ ! দিব্যাণী এর আগে মডেলিং করেছেন। কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তবে, অভিনয় এই প্রথম এবং শুরুতেই এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। আসলে, নির্মাতারা একেবারে ফ্রেশ একটি মুখ চেয়েছিলেন চরিত্রটির জন্য। দিব্যাণী অডিশন দেন আরও কয়েকজনের সঙ্গে এবং ফুলকির চরিত্রে নির্বাচিত হন। তথ্যসূত্র বলছে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করতে চলেছেন হিট বাংলা ধারাবাহিক ‘কুঞ্জছায়া’ খ্যাত সোমরাজ মাইতি।

একটা বিষয় লক্ষ্যণীয়, বাংলা টিভির দর্শক খেলাধূলাকে কেন্দ্র করে সৃষ্ট স্বপ্ন-দেখা মহিলা চরিত্রগুলিকে বেশ পছন্দ করেন। এর আগে ‘জয়ী’-তে আমরা দেখেছি মহিলা ফুটবলারের গল্প। মহিলা ক্রিকেটরের লড়াইয়ের গল্প দেখেছি ‘উমা’-য়। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ‘আলতা ফড়িং’ এক জিমন্যাস্টের কথা নিয়ে এসেছিল অন্দরের পর্দায়। এই নিরিখেই আশা করা যায়, ‘ফুলকি’-ও দর্শকধন্য হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই চ্যানেলে শুরু হয়েছে ‘মুকুট’। এরই মধ্যে এই নতুন ধারাবাহিকের খবর।

Image 11
'ফুলকি' আসছে 5

একেবারে নতুন ভাবনার এক গল্প নিয়ে আসছে ‘ফুলকি’। টাইম স্লট না জানা গেলেও মেগার নিয়ম মেনেই সোম থেকে শুক্র, প্রতিদিন দেখান হবে নতুন এই ধারাবাহিক। চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ‘ফুলকি’র প্রোমো। সেখানে আমরা দেখি অ্যাসথেমার শিকার হওয়া সত্বেও একটি বক্সিং প্রতিযোগিতায় যোগ দিতে চায় ফুলকি। সেখানে তাকে লড়তে হবে ছেলেদের বিরুদ্ধে। তবু, পিছু হটে না এই তরুণী। আয়োজকদের অনুরোধ করে সে বারবার। কারণ, রোগাক্রান্ত মায়ের ডায়ালিসিসের জন্য প্রচুর টাকার দরকার তার। বিষয়টি খুবই স্পর্শকাতর নিঃসন্দেহে। দর্শকের আগ্রহ উৎসাহ জাগিয়ে তোলার জন্য প্রোমোটি যে বিশেষ কার্যকর হবে, সে কথা বলাই বাহুল্য। আপাতত ‘ফুলকি’র আসার অপেক্ষা।