বর্ষার গানে মৌমিতা
বর্ষা মানেই এক কাপ চা, গল্পের বই আর হেডফোন। বর্ষার মরশুমে তাই শ্রোতা বন্ধুদের নতুন সিঙ্গলস উপহার দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৌমিতা মান্না। গত ২৬ শে জুলাই ‘মৌমিতা মান্না অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে ‘আবার এসেছে আষাঢ়’ শিরোনামের এই সিঙ্গলস। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। মরশুমের আমেজে শ্রোতাবন্ধুদের হেডফোনে এই গান বাজবে এমনটাই আশা শিল্পী থেকে আয়োজক সকলেরই।