বর্ষা : প্রেমে-অপ্রেমে
বৃষ্টি এলেই বড় খুশি ধরিত্রী। গাছপালার তো কথাই নেই। কিন্তু মাত্রা ছাড়ালেই বানভাসি চরাচর। তখন ফুল্লরার অভাবের সংসার ভেসে যায় অকূল দরিয়ায়। মানুষের জীবন, স্বপ্ন, আকাঙ্খা–সবই ভাসে সবহারা সময়ের স্রোতে। আশ্রয়দাতা মাতা তখন উন্মাদিনী, ভয়ঙ্করী। ভিজে বনের ফুলটিও তখন অনাদরে, অবহেলায় সুবাস হারায়। বর্ষার বিচিত্র রূপ। প্রেম ও প্রেমহীনতা–সব সুরেই অনন্য বাংলার এই ঋতু। আজ সন্ধ্যায় এই অনুষঙ্গেই ননস্টপ আড্ডায় অনুষ্ঠিত হচ্ছে ‘বর্ষা : প্রেমে-অপ্রেমে’। উপস্থিত থাকবেন বাচিকশিল্পী অতসী দাশগুপ্ত ও সঙ্গীতশিল্পী তৃষিত চৌধুরী। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা।