Monday, February 3, 2025
৫ফোড়ন

বাদ্যযন্ত্র শিল্পীদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগে উপস্থিত প্রখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি

আমাদের অনেকেরই হয়তো একটি ভ্রান্ত ধারণা থাকে যে শিল্পী মানেই তাদের একটা “stardom” আছে ; কোনোভাবে আর্থিক পরিস্থিতির  অবনতির  শিকার তাঁরা হতেই পারেন না । শিল্পী মানেই আমাদের কাছে একটা ঝাঁ চকচকে ব্যাপার!! কিন্তু করোনা মহামারীর প্রভাব যে শুধুমাত্র  চাকুরিজীবীদের বা শ্রমিকদের জীবনেই প্রভাব ফেলেছে তা নয়; পাশাপাশি ছোট ছোট আঞ্চলিক শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীত শিল্পীদেরও জীবন ও জীবিকায় গভীর প্রভাব ফেলেছে । গতবছরও শিল্পীরা এই লকডাউন পরিস্থিতিতে তাদের করুন পরিস্থিতির ক্থা নানাভাবে সরকারকে জানিয়ে, সরকার ও সাধারণ  জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও সেই ভাবে তাঁরা উত্তীর্ণ হতে পারেন নি ।

    তাঁদের এই করুন পরিস্থিতির কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে মধ্যমগ্রাম শিল্পী দের পাশে দাঁড়ালো মধ্যমগ্রাম ২৩নং ওয়ার্ডের কিছু সঙ্গীত প্রেমী মানুষ। এলাকার বেশ কিছু বাদ্যযন্ত্র শিল্পী দের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। শিল্পী রূপঙ্কর বাগচি কিছুটা দুঃখ প্রকাশ করেই বলেছেন সাম্প্রতিক পরিস্থিতিতে শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রয়োজন সকলের । তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে সরকারের কাছে এই সমস্ত শিল্পীদের প্রতি  নজরপাত করার আবেদন রাখেন । পাড়া, ক্লাব বা কর্পোরেট হাউসে যাতে ছোট জমায়েতে অনুষ্ঠান করা যায় সেই জন্যও সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মিউজিসিয়ানদের সাহায্য করার এই উদ্যোগের জন্য আয়োজকদের শিল্পী রূপঙ্কর আন্তরিক ধন্যবাদ জানান।