বেঙ্গল হিমালয়ান কার্নিভাল
শিলিগুড়ির কাছেই, মাত্র দু ঘণ্টার দূরত্বে অবস্থিত ছোট্ট গ্রাম চুইখিম দাঁড়িয়ে তার কুমারী সৌন্দর্য নিয়ে। সম্প্রতি এই গ্রামের শান্ত ও নির্জন সৌন্দর্য অবগাহনে আগ্রহ বাড়ছে রাজ্য তো বটেই ভিন রাজ্যের পর্যটকদের মধ্যেও। সেই আগ্রহ ও আকর্ষণকে আর একটু উসকে দিতে পর্যটন ও সেই শিল্পকেন্দ্রিক আতিথেয়তা এবং পরিষেবার বিষয়টির প্রচার ও প্রসারে এক মেলার আয়োজন করা হয়েছে। আয়োজক হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক। সহযোগিতায় ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম,গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল। কালিম্পং জেলার অন্তর্গত এই গ্রামটিতে আগামী ৩০ জানুয়ারি বেঙ্গল হিমালয়ান কার্নিভাল শিরোনামের এই মেলার আয়োজনে সামিল হয়েছে চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিও। গ্রাম অধ্যুষিত বন এলাকায় জমে উঠতে চলেছে এই মেলা। শীত মানেই মেলা এবং পর্যটন। চুইখিমে আয়োজিত এই মেলাকে ঘিরে গ্রামের নিস্তরঙ্গ জীবনেও সাড়া পড়ে গিয়েছে।